সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বড় দরপতনে পুঁজিবাজারে সর্বনিম্ন লেনদেন

নিজস্ব প্রতিবেদক

বড় দরপতনে পুঁজিবাজারে সর্বনিম্ন লেনদেন

সপ্তাহের প্রথম দিন বড় দরপতন হয়েছে পুঁজিবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় পতন হয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে লেনদেনে খরা। ডিএসইতে চার মাসের মধ্যে লেনদেন কমে সর্বনি¤œ পর্যায়ে নেমে এসেছে। জানা গেছে, লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪৫ পয়েন্টে নেমে যায়। মূল্যসূচকের এই বড় পতনের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৬৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ৮৫টির দাম। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ৫৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮৫ কোটি ৩১ লাখ টাকা। শুধু আগের দিনের তুলনায় ডিএসইতে লেনদেন কমেনি। প্রায় চার মাস পর বাজারটিতে ৫০০ কোটি টাকার কম লেনদেন হয়েছে। এর আগে ২৯ জুলাই ডিএসইতে ৩৯৯ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়। এরপর গতকালের আগে আর ৫০০ কোটির কম লেনদেন হয়নি। লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, এডিএন টেলিকম, প্যারামউন্ট ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, এসএস স্টিল, কাশেম ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, গ্রামীণ ওয়ান : স্কিম টু, প্রভাতী ইন্স্যুরেন্স ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৬ কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর