সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাক্ষ্য দিলেন পাঁচ সাক্ষী

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাক্ষ্য দিয়েছেন পাঁচ সাক্ষী। গতকাল সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য দেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ফটোগ্রাফার শহীদুল হক জীবন, সফরসঙ্গী তৎকালীন যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা জামান সাথী, কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক সরদার মুজিব, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জোবাইদুল হক রাসেল ও সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক অধ্যক্ষ আবু আহম্মেদ। সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল লতিফ জানান, মামলাটির ১২৩তম কার্যদিবসে পাঁচজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

 তবে আসামিপক্ষের আইনজীবীরা এ দিন সাক্ষীদের জেরা করেননি।

প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগস্ট ধর্ষণের শিকার এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে আসেন শেখ হাসিনা। ঢাকায় ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া বিএনপি অফিসের সামনে শেখ হাসিনার গাড়িবহরে হামলা করা হয়।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০/৭৫ জনের নামে থানায় এজাহার দাখিল করেন। তবে পুলিশ মামলা রেকর্ড না করায় আদালতে মামলা দায়ের করেন তিনি। পরে উচ্চ আদালতের নির্দেশে ২০১৪ সালের ১৫ অক্টোবর কলারোয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়।

এরপর ২০১৫ সালের ১৭ মে জেলা বিএনপির সাবেক সভাপতি সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের নামে আদালতে চার্জশিট দেয় পুলিশ। মামলায় ৩০ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১৫ জন সাক্ষ্য দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর