বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পাল্টেছে ইয়াবা পাচারের ধরন

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

বদলে গেছে কক্সবাজার থেকে মাদক পাচারের ধরন। ইয়াবা পাচার চক্রের হোতারা নিত্যনতুন কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন জায়গায় পাচার করছে একের পর এক বড় চালান। প্রশাসনের দাবি, ইয়াবা পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কারণে মাদক ব্যবসায়ীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। প্রশাসনের তৎপরতার কারণে কূটকৌশল অবলম্বন করার পরও আটক হচ্ছে ইয়াবার চালান। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটোয়ারী বলেন, ‘মাদক পাচার প্রতিরোধে কঠোর অবস্থানের কারণে নানা কৌশল অবলম্বন করছে পাচার চক্রের সদস্যরা। কৌশল পরিবর্তন করার পরই বড় বড় চালান আটক করা হচ্ছে।’ চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘ইয়াবা পাচার রোধে পুলিশ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তাই চাপে পড়ে ইয়াবা ব্যবসায়ীরাও পাল্টেছে পাচারের ধরন। তারা কৌশল পরিবর্তন করলেও পুলিশি তৎপরতার কারণে আটক হচ্ছে একের পর এক চালান।’ জানা যায়, ইয়াবার ট্রানজিট পয়েন্ট থেকে নির্বিঘেœ ইয়াবা পাচার করতে নানা কৌশল অবলম্বন করছে পাচার চক্রের হোতারা। তারা প্রশাসনকে ফাঁকি দিতে ইয়াবার মূল কেন্দ্র কক্সবাজার থেকে নিত্যনতুন কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে ইয়াবার চালান। কখনো প্রাইভেট গাড়িতে করে, কখনো কাভার্ড ভ্যান, মোটরসাইকেল, সিএনজি ট্যাক্সি, বিলাসবহুল গাড়ি কিংবা পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইয়াবার চালান নিয়ে আসছে।

এমনকি প্রশাসনের নজর এড়াতে ইয়াবা পাচারে ব্যবহার করা হচ্ছে নারী ও শিশুদের। এমনকি বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকও জড়িয়ে পড়ছে ইয়াবা পাচারে। কখনো পিঁয়াজ, মরিচ, আম, সবজি কিংবা রান্না করা খাবারের ভিতর নিয়ে আসছে ইয়াবার বড় বড় চালান। সম্প্রতি অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় বেশ কয়েকটি চালান আটক করেছে প্রশাসন। ২৩ নভেম্বর বাঁশখালীতে অভিযান চালিয়ে ওলকচুর ভিতর করে ইয়াবা পাচারের সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ১৫ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। ১৪ অক্টোবর নগরীর কোতোয়ালি থানাধীন নিউমার্কেট এলাকায় প্লাস্টিকের ব্যাগের তলায় গাম লাগিয়ে, সাবানের ভিতর এবং ছাতার হাতলে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। ২৪ জুন আমের ক্যারেটে করে ২০ হাজার পিস ইয়াবা পাচারের সময় সাতকানিয়া থানার কেরানীহাট এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার ব্যক্তিরা জানান, আমের ক্যারেটে করে ইয়াবার চালানটি ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

সর্বশেষ খবর