বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পাঁচ দিন পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

পাঁচ দিন পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

পাঁচদিন দরপতনের পর গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া  বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৩ পয়েন্টে উঠে আসে। ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭১ কোটি ৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬২১ কোটি ২৮ লাখ টাকা। ডিএসই লেনদেনে অংশ  নেওয়া ১৭৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭১টি এবং ১০১টির দাম অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে  বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার।  কোম্পানিটির ৪১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৩ কোটি ১১ লাখ টাকার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, এডিএন  টেলিকম, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।

 আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৭২ পয়েন্ট। বাজারটিতে এদিন লেনদেন হয়েছে ২২ কোটি ৪২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৫টির এবং ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর