বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সিলেট সীমান্তে চোরাকারবারিদের দৌরাত্ম্য

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেট সীমান্তঘেরা জনপদ। এই জেলার দুই দিকেই আছে ভারত সীমান্ত। এই সীমান্ত এলাকা ঘিরে সক্রিয় একাধিক চোরাকারবারি চক্র। সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়তই ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য বাংলাদেশে নিয়ে আসে এসব চক্র। প্রায় সময়ই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে চোরাকারবারি ও ভারত থেকে অবৈধভাবে আসা পণ্য ধরা পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, চোরাকারবারিদের বিরুদ্ধে জোরালো নজরদারি আছে। জানা গেছে, জৈন্তাপুর, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে পণ্য আনা হয় বাংলাদেশে। অবৈধভাবে আনা পণ্যের মধ্যে আছে কাপড়, কসমেটিকস, বিড়ি, সিগারেট, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক, চা পাতা প্রভৃতি। র‌্যাব-৯ এর এএসপি ওবাইন বলেন, ‘র‌্যাব সবসময়ই চোরাকারবারিদের বিরুদ্ধে সজাগ। চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলে।’

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ‘চোরাকারবারিদের বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তাদের তালিকাও আছে পুলিশের কাছে। তালিকা ধরে নিয়মিত অভিযান চলে, চোরাকারবারিদের ধরা হয়।’

সর্বশেষ খবর