শিরোনাম
বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

৫০ বছরের টেকসই প্রকল্প বাস্তবায়ন করতে চাই

-এনামুল হক শামীম

চাঁদপুর প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, চাঁদপুর ও শরীয়তপুর নদী ভাঙন এলাকার মধ্যে অনেক ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে বাংলাদেশের সব ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছি। সব কটিতেই স্থায়ী প্রকল্প প্রণয়ন করা হয়েছে। ৪২০ কোটি টাকার প্রকল্প আমরা প্রণয়ন করেছি। পাঁচ-দশ বছরের জন্য প্রকল্প করতে চাই না। অন্তত ৫০ বছরের জন্য টেকসই প্রকল্প বাস্তবায়ন করতে চাই। তিনি গতকাল বেলা ১১টায় চাঁদপুর শহররক্ষা বাঁধের হরিসভা এলাকা পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

মন্ত্রী বলেন, আমাদের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। বাংলাদেশের প্রায় ১৬ হাজার ৭০০ কিলোমিটার বাঁধ রয়েছে। তার মধ্যে ৫ হাজার ৭৫৭ কিলোমিটার উপকূলীয় অঞ্চলের বাঁধ। আড়াই হাজার কিলোমিটার সাধারণ বাঁধ। সারা দেশে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে। আমরা আশা করি এ ৪২০ কোটি টাকার প্রকল্পের আওতায় চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্প পুনর্নির্মাণ আগামী বর্ষার আগেই সব প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করব।

পরে তিনি শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে উপস্থিত হয়ে শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাট এলাকার সংযোগসড়ক পরিদর্শন করেন।

সর্বশেষ খবর