বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শিল্পকলায় দুই প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় দুই প্রদর্শনী

শিল্পকলা একাডেমিতে গতকাল একই দিনে শুরু হলো দুটি প্রদর্শনী। এর মধ্যে একটি হলো ইন্টারন্যাশনাল ডে অব ইসলামিক আর্ট ২০২০ উদযাপনে তিন দিনব্যাপী ক্যালিগ্রাফি ও আলোকচিত্র অপরটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু : এ যুগের রাষ্ট্রনায়ক; শিরোনামে গ্রুপ শিল্প প্রদর্শনী।

‘বঙ্গবন্ধু : এ যুগের রাষ্ট্রনায়ক’ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে শিল্পকলা একাডেমির চিত্রশালার ৪ নম্বর গ্যালারিতে শুরু হলো ‘বঙ্গবন্ধু : এ যুগের রাষ্ট্রনায়ক’ শিরোনামের শিল্পকর্মের দলীয় প্রদর্শনী। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এবং ভারতীয় হাইকমিশন ঢাকার উদ্যোগে এ প্রদর্শনীটির সহযোগিতায় রয়েছে শিল্পকলা একাডেমি। প্রদর্শনীতে অংশ গ্রহণকারী শিল্পীরা হলেন- আবদুল মান্নান, মো. মুনিরুজ্জামান, সৈয়দা মাহবুবা করিম মিনি, কাদের ভূঁইয়া, সঞ্জীব দাস অপু, কিরীটি রঞ্জন বিশ্বাস, প্রশান্ত কর্মকার বুদ্ধ, এস এম মিজানুর রহমান, মো. জাকির হোসেন পুলক, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী ও মানিক বণিক। বিকালে একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনলাইনে যুক্ত থেকে প্রদর্শনীটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

শুভেচ্ছা বক্তৃতা দেন শিল্পকলা একাডেমির সচিব মো. নওসাদ হোসেন এবং চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এ প্রদর্শনী। ২৮ নভেম্বর শেষ হবে বঙ্গবন্ধুকে নিয়ে পাঁচ দিনের এ প্রদর্শনী। প্রদর্শনীটি রাজশাহী, সিলেট, যশোর ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিসহ বাংলাদেশের অন্যান্য জেলায়ও অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ইন্টারন্যাশনাল ডে অব ইসলামিক আর্ট উপলক্ষে দুপুরে চিত্রশালা মিলনায়তনে ক্যালিগ্রাফি ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল মান্নান ইলিয়াস। একাডেমির সচিব মো. নওসাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. সোহেল ইমাম খান।

স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।

শিল্পকলা একাডেমির আয়োজনে এ প্রদর্শনীটির পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। কাল বৃহস্পতিবার শেষ হবে তিন দিনের এ ক্যালিগ্রাফি প্রদর্শনী।

সর্বশেষ খবর