বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বিশ্বের মুসলিম দেশে ভাস্কর্য আছে

-মতিয়া চৌধুরী

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

বিশ্বের মুসলিম দেশে ভাস্কর্য আছে

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগ সভাপতিমন্ডপলীর  সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, বিশ্বের সব মুসলিম দেশেই ভাস্কর্য আছে। তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া, সৌদি আরব সবখানে ভাস্কর্য আছে। তিনি গতকাল সকালে তাঁর নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কেন্দুয়াপাড়ার এক অনুষ্ঠানে জঙ্গিবাদীদের সতর্ক করে বলেন, ‘তর্ক করে গোমরা পথে যাবেন না। গোমরা পথে যারা নিতে চায় তারা জঙ্গি হামলা করে, রাস্তাঘাট নষ্ট করে। শেখ হাসিনা সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন। তিনি দিন শুরু করেন আল্লাহর বন্দেগি দিয়ে। সেখানে এতদিন পর তারা বলছে ভাস্কর্য করা যাবে না। অথচ ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। তারা মানুষকে বিভ্রান্ত করে একে এক জিনিস বলে বুঝিয়ে হীন স্বার্থ হাসিল করতে চাইছে।’ তিনি উল্লেখ করেন, ‘এককালে নারী শিক্ষার বিরুদ্ধে এরা কথা বলেছে, বেগম রোকেয়ার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। কিন্তু এখন নারী শিক্ষার বিরুদ্ধে কথা বললে কেউ মানবে না।’মতিয়া চৌধুরী এদিন কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদ্রাসায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ২ হাজার ৯৬০ জন শিক্ষর্থীর মাঝে সৌরবাতি, জেলে-নরসুন্দর ও পল্লী চিকিৎসকদের মাঝে সৌরবাতি এবং জিআর প্রকল্পের অর্থায়নে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, এএসপি মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর