বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বরিশালের রাস্তায় কীসের ‘স্যরি’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর বিভিন্ন সড়কে সাদা রং দিয়ে ইংরেজি হরফে ‘স্যরি’ (SORRY) লেখা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গত সোমবার রাতের আঁধারে কোতোয়ালি থানার সামনের সড়কসহ বিভিন্ন সড়কে কে বা কারা সাদা রং দিয়ে ইংরেজিতে স্যরি (SORRY) লিখে রাখে। পরদিন গত মঙ্গলবার সকাল থেকে বিষয়টি পথচারীদের নজরে আসে। কারা কেন রাস্তায় এভাবে ‘স্যরি’ লিখল তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুঁজে বের করা উচিত বলে মনে করেন বরিশালের বিশিষ্ট  ব্যক্তিরা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম। গত মঙ্গলবার সকাল থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানার সামনে লাইন রোডে একাধিক স্থানে ইংরেজিতে বড় অক্ষরে ‘সরি’ লেখা দেখা গেছে। লাইন রোড ছাড়াও নগরীর চকের পোল সড়ক, জিয়া সড়ক এবং একতা সরণি এলাকার দেয়ালে এভাবে সাদা রং দিয়ে ‘সরি’ লেখা হয়েছে। সাদা রং দিয়ে স্প্রে মেশিনে এগুলো লেখা হয়েছে বলে ধারণা করছেন পথচারীরা। সড়কে এভাবে ‘সরি’ লেখার কারণ কি, কারা এগুলো লিখেছে, নিছক মজা করার জন্য নাকি অন্য কোনো অন্তর্নিহিত কারণ রয়েছে তা নিয়ে ভাবিয়ে তুলছে নগরবাসীকে। গবেষক ও সাংবাদিক আনিসুর রহমান খান স্বপন বলেন, কারা কেন রাস্তায় ‘সরি’ লিখল তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুঁজে বের করা উচিত। এটা নিয়ে হেলাফেলা করা ঠিক হবে না বলে তিনি মনে করেন। কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুরো বিষয়টি তদন্ত করে এর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

সর্বশেষ খবর