শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

খুলনায় দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ

খুলনায় দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ শুরু হয়েছে। গত চার দিনে করোনা উপসর্গ নিয়ে ১০৩৪ জন হাসপাতালে এসেছেন। খুলনা মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ সময়ের মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৫২৬ জনের। করোনা শনাক্ত হয়েছেন ৬৯ জন। মারা গেছেন নগরীর দারোগাপাড়ার বয়োবৃদ্ধ জহুরুল হক ও গৃহবধূ সিদ্দিকা হামিদা নামের দুজন। এ অবস্থায় করোনা মোকাবিলায় প্রত্যন্ত এলাকায় জরুরি স্বাস্থ্য সেবা চালু করতে অক্সিজেন ব্যাংক, হাই ফ্লো নেজাল ক্যানোলা স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে দাকোপ ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি স্বাস্থ্যসেবা চালুর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। জানা যায়, শীতের মৌসুম শুরুর সঙ্গে খুলনায় করোনা সংক্রমণ বেড়েছে। জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, এক সপ্তাহে করোনা উপসর্গ এবং শনাক্তের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। যা উদ্বেগজনক। সংক্রমণ প্রতিরোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। তিনি বলেন, খুলনা সদর হাসপাতালে করোনা চিকিৎসায় অবকাঠামো প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া প্রত্যন্ত এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা গড়ে তুলতে জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাইফ্লো নেজাল ক্যানোলা স্থাপনের কাজ চলছে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, প্রত্যন্ত এলাকার মানুষকে আইসিইউ সেবা দিতে উপজেলা পর্যায়ে অক্সিজেন ব্যাংক, হাই ফ্লো নেজাল ক্যানোলা স্থাপন করা হচ্ছে।

করোনা পরবর্তী সময়ও এই স্বাস্থ্যসেবা অব্যাহত থাকবে। এরই মধ্যে দাকোপ ও ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা চালুর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। বাকি উপজেলাতেও জরুরি স্বাস্থ্যসেবা চালুর জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর