শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মশক নিধনে গাফিলতি হলে ব্যবস্থা

-কেসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক, খুলনা

শীত মৌসুমের শুরুতে খুলনা মহানগরীতে মশার উপদ্রব বেড়েছে। দিনরাতে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। এ বিষয়ে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। তিনি  বলেন, মশক নিধনের ব্যাপারে গাফিলতি পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনে কঞ্জারভেন্সি শাখার সভায় সিটি মেয়র এ কথা বলেন। তিনি বলেন, খুলনায় করোনা সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে এবং ডেঙ্গু ও চিকনগুনিয়ার সংক্রমণ দেখা দেয়নি।

এ অবস্থা বজায় রাখতে মশক নিধন জোরদারের পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে।

এ ছাড়া নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা, ড্রেনে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত রাখার বিষয়ে সচেতন করার লক্ষ্যে নিয়মিত মাইকিং করার নির্দেশ দেন সিটি মেয়র।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর