সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে বিশেষ অভিযান চালিয়ে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। আইএসপিআর জানায়, সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ির সাজেকের দুর্গম ভুয়াছড়ি এলাকায় কিছু আঞ্চলিক সন্ত্রাসী দলের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। সাজেক এলাকার দুর্গমতার সুযোগ নিয়ে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো সংগঠিত হচ্ছে বলে গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন গত ২২ নভেম্বর থেকে সাজেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে বাঘাইহাট সেনা  জোনের একটি দল একটি আঞ্চলিক দলের গোপন আস্তানায় হানা দেয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে পাহাড়ি সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর টহল দল উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে লুকায়িত ২টি একে-৪৭, ২ টি একে-৪৭ এর ম্যাগাজিন, একটি টিএসএমসি, একটি টিএসএমসি-এর ম্যাগাজিন এবং ২১ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করে। এলাকায় বর্তমানে অভিযান জোরদার করা হয়েছে।

সর্বশেষ খবর