সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

করদাতাদের উপচে পড়া ভিড় বরিশালে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে আয়করদাতাদের ভোগান্তির শেষ নেই। শেষ সময় তাদের উপচে পড়া ভিড় হওয়ায় পরিস্থিতি সামাল দিতে পারছে না আয়কর বিভাগ। করদাতাদের দেখিয়ে-বুঝিয়ে দেওয়ার মতো নেই কোনো বুথ। রাখা হয়নি স্পট ব্যাংকিং ব্যবস্থা। অপ্রতুল ব্যবস্থার কারণে দীর্ঘক্ষণ গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে থেকেও আয়কর রিটার্ন সংগ্রহ করতে পারছেন না করদাতারা। এ কারণে স্বাস্থ্যবিধিও রক্ষা হচ্ছে না। যদিও সীমিত সামর্থ্যরে মধ্যে আয়করদাতাদের ভোগান্তি লাঘবের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আয়কর কমিশনার। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ২০২০-২০২১ অর্থবছরের আয়কর দেওয়ার শেষ সময় আজ ৩০ নভেম্বর। গত কয়েক দিন ধরেই নগরীর আলেকান্দার ‘লাচিন ভবন’ কর ভবনে আয়করদাতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। গতকাল সকাল থেকে ওই অফিস চত্বরে জড়ো হন কয়েক শ আয়করদাতা।

 বরিশালের কর কমিশনার মোহাম্মদ মোস্তফা জানান, স্বাস্থ্যবিধি মেনে চলতে আয়করদাতাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তারা সাধ্য মতো করদাতাদের সেবা দেওয়ার চেষ্টা করছেন। এর পরও কিছুটা ব্যত্যয় হয়ে যাচ্ছে। জেলায় এবার করদাতার সংখ্যা ৬০ ছাড়িয়ে যাবে, আশা তাদের। বরিশাল সদর ছাড়াও বিভাগের অপর পাঁচ জেলায় একইভাবে ৩০ নভেম্বরের মধ্যে আয়কর বিভাগ আয়কর রিটার্ন গ্রহণের সময়সীমা বেঁধে দিয়েছে বলে জানিয়েছেন কর কমিশনার মোহাম্মদ মোস্তফা। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর