সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বন বিভাগের টপটেন দখলদারের তালিকা চেয়েছে সংসদীয় কমিটি

‘স্ট্যাটেজিক এনভায়রনমেন্ট প্ল্যান’ স্টাডি করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

অবৈধভাবে বন বিভাগের জমি দখলকারীদের মধ্যে ‘টপটেন’ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে দখলদারদের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে এই তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করার সুপারিশ করা হয়। পাশাপাশি বন বিভাগের বেদখল হওয়া ভূমি পুনরুদ্ধারে জরুরি ভিত্তিতে একটি ক্রাশ প্রোগ্রাম গ্রহণের সুপারিশ করা হয়। বন বিভাগের নামে রেকর্ডকৃত সব জমির ডিজিটালাইজড ম্যাপ করার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়। এ ছাড়া যে কোনো ইকোনমিক জোন তৈরির আগে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বা বেজাকে ‘স্ট্যাটেজিক এনভায়রনমেন্ট প্ল্যান’ স্টাডি করার জন্য সুপারিশ করে কমিটি। সংসদ ভবনে গতকাল  ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। পরিবেশন, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন, মো. রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন, মো. শাহীন চাকলাদার বৈঠকে অংশগ্রহণ করেন। কমিটি সূত্রে জানা যায়, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বন অধিদফতরের বেদখলকৃত জমি ও এর দখলদারদের তালিকা প্রণয়নের কাজ চলছে বলে জানানো হয়। জমি উদ্ধারে চলমান মামলার বিষয়েও কমিটিকে অবহিত করা হয়। সংসদীয় কমিটির ক্ষোভ : রাজধানীর ঢাকার নিউ ইস্কাটনসহ  কেন্দ্রীয় মহিলা পুনর্বাসন সংস্থার অস্বচ্ছ কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে এসব মহিলা হোস্টেলের বোর্ডারদের তালিকা ও তাদের প্রদত্ত অর্থ কোথায়, জানতে চেয়েছে।  জাতীয় সংসদ ভবনে গতকাল ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৭তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

কমিটি সদস্য আবদুুল আজিজ ও সাহাদারা মান্নান বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে বিভিন্ন প্রকল্প পরিচালকদের নিয়ে বৈঠক করে তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার এবং কাজের সফলতার উপর ভিত্তি করে পরবর্তী দায়িত্ব প্রদানের সুপারিশও করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর