শিরোনাম
বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় আরও তিনজনের সাক্ষ্য

সাতক্ষীরা প্রতিনিধি

সাবেক বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনার মামলায় আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির তাঁর আদালতে এই সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করেন। যেসব সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও জেরা করা হয় তারা হলেন- বাসচালক মো. নজিবুল্লাহ, সাংবাদিক হাবিবুর রহমান ও সুভাষ চৌধুরী। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত  কুমার চ্যাটার্জি ও হাশেম আলী সরদার এবং পিপি অ্যাডভোকেট আবদুল লতিফ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল মজিদ এবং অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টুসহ অন্যরা। ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা কলারোয়ার হিজলদী গ্রামে গণধর্ষণের শিকার মুক্তিযোদ্ধা-পত্নী মাহফুজা খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে আসেন। এরপর তিনি হাসপাতালের সামনে পথসভায় ভাষণ শেষে কলারোয়া হয়ে মাগুরা অভিমুখে রওনা হন। কলারোয়া বাজারে পৌঁছার পর তাঁর গাড়িবহরে হামলা ও গুলির ঘটনা ঘটে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর