বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

আরও ১০ হাজার ইএফডি মেশিন বসাবে এনবিআর

নিজস্ব প্রতিবেদক

আগামী জুনের মধ্যেই সঠিকভাবে ভ্যাট আদায়ে সারা দেশের দোকান ও শপিং মলে আরও ১০ হাজার ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি মেশিন বসাবে এনবিআর। সংস্থাটি জানিয়েছে, বসুন্ধরা সিটি, বায়তুল মোকাররমের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ১ হাজার ইএফডি মেশিন বসানো আছে। এনবিআর ১ লাখ ইএফডি মেশিন কেনার চুক্তি করেছে। পর্যায়ক্রমে সব দোকানে এ মেশিন বসানো হবে। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে সামারাই কনভেনশন সেন্টারে ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনবিআর সদস্য জাকিয়া সুলতানা। ‘ইএফডি ও সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) ব্যবহার ও উপকারিতা’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন এফবিসিসিআই সহসভাপতি ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা।

 ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বসুন্ধরা সিটি শপিং মল দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ, সাধারণ সম্পাদক গোলাম মাওলাসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর