বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

কাঁচা ও রান্না খাবার এক সঙ্গে রাখায় জরিমানা

নকল প্রসাধনী কারখানা সিলগালা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজারে নকল প্রসাধনী তৈরির কারখানায় এবং মাতুয়াইলে রেফ্রিজারেটরে কাঁচা সবজি ও মাংসের সঙ্গে রান্না করা ভাত, মাংস, কাবাব ও মাছ রাখার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডিএমপির ডিসি (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন জানান, গতকাল দুপুরে চকবাজারের ছোট কাটারা এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরির অপরাধে তিনজনকে কারাদ  দিয়েছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল প্রসাধনী উদ্ধার এবং কারখানাটি সিলগালা করা হয়েছে। ইমন, জাকির ও আজাহার নামে কারখানার তিন শ্রমিককে ১৫ দিন করে কারাদ  দেওয়া হয়। জানা গেছে, ছোট কাটারা এলাকার ওই বাসার মধ্যে সুগন্ধিযুক্ত কেমিক্যাল ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের নকল ডাবর আমলা হেয়ার অয়েল, প্যারাস্যুট ও কিউট নারিকেল তেল তৈরি করে মোড়ক লাগিয়ে সেগুলো বাজারজাত করা হতো।

এদিকে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম জানান, গতকাল মাতুয়াইলের দ্য ওয়ান রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানে রেফ্রিজারেটরে কঁাঁচা সবজি ও মাংসের সঙ্গে রান্না করা ভাত, মাংস, কাবাব ও মাছ রাখা হয়েছে। এ ছাড়া ওই রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্য প্রস্তুত, পচা সবজি এবং খোলা অবস্থায় রান্না করা খাবার পাওয়া যায়। এসব অপরাধে রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা এবং জব্দ অস্বাস্থ্যকর খাবার ধ্বংস করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর