বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সভা-সমাবেশে নিষেধাজ্ঞা গণতন্ত্রের জন্য অশনি সংকেত : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সভা-সমাবেশে নিষেধাজ্ঞা গণতন্ত্রের জন্য অশনি সংকেত : ফখরুল

ঢাকায় পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশের ওপর সরকারের নিষেধাজ্ঞা জারিকে ‘গণতন্ত্র ও রাজনীতির জন্য অশনিসংকেত’ বলেছে বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সভা-সমাবেশের বিষয়ে নির্দেশনার পর গতকাল রাতে এক বিবৃতিতে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন। তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্ত জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকারের পরিপন্থী। এটা গণতন্ত্র ও রাজনীতির জন্য অশনিসংকেত। বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরে বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন।

 বলেন, অনুমতির নামে সরকার রাজনীতিকে বিভিন্ন শর্তের বেড়াজালে আটকে নিয়ন্ত্রণ করছে। জনগণের অধিকার হরণ করছে। রাজনীতির স্বাভাবিক পথ রুদ্ধ ও সংকুচিত করছে। মূলত প্রশাসনকে অপব্যবহার করে জনরোষ ও গণআন্দোলন থেকে নিজেদের রক্ষা করতে সরকার সংবিধান স্বীকৃত জনগণের মৌলিক অধিকার হরণ করছে। আমরা সংবিধান ও মৌলিক অধিকার পরিপন্থী এই গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর