শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
সিসিকের অভিযান

আড়াই লাখ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভ্রাম্যমাণ আদালত গতকাল অভিযান চালিয়েছে। অভিযানে নগরীর কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে আড়াই লাখ টাকা বকেয়া আদায় করা হয়েছে। জানা গেছে, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নগরীর কাজলশাহ এলাকার হালিমা ম্যানশন, বাদশা ম্যানশন, আল মক্কা শপিং সিটি, সুবিদবাজার এলাকার গণি ম্যানশনে অভিযান চলে। এছাড়া পশ্চিম সুবিদবাজার, রাগীব-রাবেয়া মেডিকেল রোড এবং পাঠানটুলা এলাকার কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। সবমিলিয়ে অভিযানে আদায় করা হয় আড়াই লাখ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স।

এদিকে, অভিযানে রাগীব-রাবেয়া মেডিকেল রোডে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সিসিকের কর্মকর্তা মো. রমিজ উদ্দিনসহ রাজস্ব বিভাগ, বাজার ও লাইসেন্স শাখার কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর