শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
সংসদীয় কমিটির বৈঠক

ভ্যাকসিন বিতরণে অগ্রাধিকার দিন শিক্ষাপ্রতিষ্ঠানকে

নিজস্ব প্রতিবেদক

কভিড-১৯ এর ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের অগ্রাধিকার দিতে বলেছে সংসদীয় কমিটি। এ জন্য বিষয়টি বিবেচনার জন্য একটি সার-সংক্ষেপ তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর সুপারিশ করা হয়। একই সঙ্গে কমিটি আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে সব বিদ্যালয়ে শতভাগ বই পৌঁছে দেওয়া এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্বতন্ত্র শিক্ষা প্রকৌশল সেল গঠন করার সুপারিশ করে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১০ম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বৈঠকে অংশ নেন।

সর্বশেষ খবর