শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বাংলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাংস্কৃতিক প্রতিবেদক

বাংলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কেন্দ্রীয় শহীদ মিনার ও ড. মুহম্মদ শহীদুল্লাহর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলন ও বক্তৃতানুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী উদযাপন করেছে বাংলা একাডেমি। প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তৃতা প্রদান করেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ। স্বাগত ভাষণ প্রদান করেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। 

আওয়ামী জাদুশিল্পী পরিষদের জাদু উৎসব : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তিন দিনের জাদু উৎসবের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী জাদুশিল্পী পরিষদ। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় এই উৎসব। অনলাইনে যুক্ত থেকে উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

সর্বশেষ খবর