শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বদলে যাচ্ছে খুলনার যোগাযোগ ব্যবস্থা

নগরীতে সড়কের প্রশস্ততা বাড়বে

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনা মহানগরীতে যানজট ও দুর্ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে সড়কের গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের প্রশস্ততা বৃদ্ধি, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। এসব স্থানে ট্রাফিক ব্যবস্থাপনা, রোড মার্কিং ও দৃষ্টিনন্দন ফোয়ারা-ভাস্কর্য নির্মাণ করা হবে। প্রাথমিকভাবে মোড়গুলোতে সার্ভে করে জায়গা থাকা সাপেক্ষে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে। এ প্রকল্পে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে মূল শহরে সড়কের পাশে ঘিঞ্জি পরিবেশ থাকবে না। কেসিসির নগর পরিকল্পনাবিদ মো. আবির-উল-জব্বার জানান, নগরীর ২২টি মোড় চিহ্নিত করে এর শোভাবর্ধন ও সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব স্থানে অবৈধ দখল উচ্ছেদ করে দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তোলা হবে। একই সঙ্গে যান চলাচল নির্বিঘ্ন করতে মোড়ের প্রশস্ততা বাড়ানো হবে। মোড়গুলো এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। মোড়গুলো হচ্ছে- নগরীর বঙ্গবন্ধু চত্বর (পুরাতন ময়লাপোতা মোড়), সোনাডাঙ্গা থানার মোড়, মেডিকেল কলেজের সামনে, বয়রা বাজার, মহিলা কলেজ মোড়, শিববাড়ি, বৈকালি, গোয়ালখালী, নতুন রাস্তা, দৌলতপুর বাজার মোড়, রয়েল পিটিআই, টুটপাড়া কবরখানা, শান্তিধাম, পাওয়ার হাউজ রেলস্টেশন মোড়, গল্লামারী,     নিরালা মোড়, নুর অপটিক্যাল মোড়, কেসিসি সুপার মার্কেট মোড়, খালিশপুর মহসিন মোড়, সদর থানা ও হাজি মহাসিন মোড়। সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্পের আওতায় শহরের গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের উন্নয়ন করা হবে। যারা অবৈধ জায়গা দখল করে রেখেছেন তারা অতিসত্বর ছেড়ে দেবেন। কোনোক্রমেই ব্যাটারিচালিত রিকশা শহরে চলতে দেওয়া হবে না। এ ছাড়া লাইসেন্স ছাড়া ইজিবাইক শহরে প্রবেশ করতে দেওয়া হবে না। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে উন্নয়নের সুফল ভোগ করা সম্ভব হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর