শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

এএসআইর শিশুপুত্র হত্যায় মায়ের রিমান্ড শুনানি রবিবার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার বটিয়াঘাটায় পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) অমিত কুমার মন্ডলের শিশুপুত্র অনুভব মন্ডল জশকে হত্যায় তার মা তনুশ্রী মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে পুলিশ। রবিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি করা হবে। তদন্ত কর্মকর্তা বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার দত্ত এ তথ্য জানিয়েছেন। বুধবার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তনুশ্রীকে কারাগারে পাঠানো হয়। মামলার আসামি নিহত জশের কাকা অনুপ কুমার মন্ডলকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা যায়, বটিয়াঘাটার ফুলতলা গ্রামের অমিত কুমার মন্ডল ঢাকার বাড্ডা থানায় কর্মরত রয়েছেন। ২৯ নভেম্বর রাত ৮টার দিকে তার স্ত্রী তনুশ্রী ও জশ ঢাকা থেকে রাসপুজায় অংশ নিতে বটিয়াঘাটা ফুলতলা গ্রামে বেড়াতে আসেন। ৩০ নভেম্বর সকালে জশের লাশ উদ্ধার করা হয়।

 জশকে গলায় দড়ি বা তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

এ ঘটনায় নিহতের বাবা অমিত কুমার তার বড় ভাই অনুপ মন্ডলকে আসামি করে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা করেন। তদন্ত কর্মকর্তা উজ্জল দত্ত জানান, তদন্তে পরকীয়া সম্পর্কের বিষয়টি ঘুরে ফিরে সামনে আসছে। বৃহস্পতিবার আদালতে তনুশ্রী মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে পারলে মূল ঘটনা উদঘাটিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর