শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বরিশালে মসজিদে পুলিশের করোনা সচেতনতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

করোনার মোকাবিলায় বরিশাল নগরীর ৯৬৭টি মসজিদে জুমার নামাজের আগে একযোগে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়েছে। বিএমপি কমিশনার থেকে সর্বনিম্ন পর্যায়ের কনস্টেবলরা বিভিন্ন মসজিদে করোনার  মোকাবিলাসহ মাদকের কুফল নিয়ে আলোচনা করেন।

নগরীর মুসলিম গোরস্থান রোড জামে মসজিদে জুমার আগে বক্তব্য রাখেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। পুলিশ কমিশনার মুসল্লিদের উদ্দেশে বলেন, আপনার সুরক্ষা আপনার হাতে। যে যেখানে অবস্থান করেন, প্রতিটি স্তর থেকে নাগরিকরা সচেতনভাবে চলে, সাবধানতা অবলম্বন করে, স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলেই করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। মাস্ক পড়া বাধ্যতামূলক হলেও অনেকে বিষয়টি ঢিলেঢালাভাবে দেখছেন। মসজিদেও অনেক মুসল্লি মাস্ক পড়েননি। কিন্তু জনসমাগম স্থলে মাস্ক পড়া বাধ্যতামূলক। করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে মাস্ক পড়ে ঘরের বাইরে বের হওয়ার আহ্বান জানান পুলিশ কমিশনার। একই সঙ্গে মাদকের ছোবল থেকে বাঁচতে সন্তানদের দিকে কঠোর দৃষ্টি দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর