শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ট্যুরিস্ট পুলিশের অফিস স্থাপনে জমি দিল টিএমএসএস

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

মুজিব জন্মশতবর্ষে বগুড়ায় ট্যুরিস্ট পুলিশের বিভাগীয় অফিস স্থাপনে ৬৫ শতাংশ জমি প্রদান করেছে বেসরকারি সহযোগী সংস্থা টিএমএসএস। বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল মম ইন নওদাপাড়ায় ‘উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ায় নিরাপদ ট্যুরিজম শীর্ষক’ আলোচনা সভায় জমির কাগজপত্র হস্তান্তর করা হয়। ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের ভারপ্রাপ্ত ডিআইজি মুহাঃ ফজলুর রহমানের কাছে টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম জমির কাগজপত্র প্রদান করেন। প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের উত্তরাঞ্চলীয় হার্ভ সৃষ্টির লক্ষ্যে বিদেশি পর্যটক আকর্ষণে মনোরম বিভাগীয় অফিস স্থাপনে আরও জমি প্রদানে টিএমএসএস-এর পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়।

ট্যুরিজম পুলিশের এ অফিসটি করতোয়া নদীসংলগ্ন মনোরম পরিবেশে টিএমএসএস মম ইন বিনোদন জগতের পাশে নির্মিত হবে।

অনুষ্ঠানে বগুড়া জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাসহ টিএমএসএস পরিচালনা পর্যদের সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর