শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ে পুরস্কার পেলেন ১২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ইনোভেটরের আয়োজনে ‘বইপড়া উৎসবের’ সমাপ্তি হয়েছে ১২ শিক্ষার্থীকে পুরস্কৃত করার মধ্য দিয়ে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে এসব শিক্ষার্থী পুরস্কার পান। গতকাল বিকালে জেলা পরিষদ মিলনায়তনে এই পুরস্কার বিতরণী ও সমাপনীর আয়োজন করা হয়। ইনোভেটরের মুখ্য সঞ্চালক ও সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সিলেট জেলা  পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ।  পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো সঞ্চিতা দাশ আঁখি, সুলতানা জামান ছাজিম, মুসতারি আহমেদ ইফতি, মানসুরা সিদ্দিকা, আহবাবুর রহমান, তাসফিয়া চৌধুরী, দেবাঞ্জন দেব রাতুল, প্রীতিরাজ বণিক, মৌসুমী রানী রায়, সোনিয়া আক্তার অর্ণা, হাদী হোসেন মাহী, তাবাসসুম ফেরদৌসী চাঁদনী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর