শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রীর অনুদান সুষ্ঠু বণ্টন করা হচ্ছে

-মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রীর অনুদান সুষ্ঠু বণ্টন করা হচ্ছে

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, দলমত নির্বিশেষে অসহায়, হতদরিদ্রের মাঝে ভিজিডি কার্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন নতুন প্রকল্পের অনুদান সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে হবে। ভিজিডি কার্ড বণ্টনে অনিয়ম এড়াতে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদফতরের আয়োজনে লটারির মাধ্যমে উপকারভোগী বাছাই করা হচ্ছে।  গতকাল সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে যুব উন্নয়নের সহকারী অফিসার শাহ জামালের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে উপজেলার ৭টি ইউনিয়নের ভিজিডি কার্ড উপকারভোগী বাছাইকরণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ভাতাসহ করোনাকালে মানবিক সাহায্য প্রদান করছেন।

তার নির্দেশে এসব ভাতা সব দলের যোগ্য ব্যক্তিদের মাঝে সুষ্ঠু বিতরণ করা হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল,  পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা মহিলা কর্মকর্তা পারভিন আক্তার, ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মিরন প্রমুখ। ইউএনও জানান, উপজেলার ৭টি ইউনিয়নের অনলাইনে ভিজিডি আবেদনকারী ১৩ হাজার ৬০০। সরকারিভাবে বরাদ্দকৃত উপকারভোগীর সংখ্যা ৩ হাজার ১৪৩ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর