রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ট্রেন চলাচলের পয়েন্ট সঠিকভাবে সেট না করে লাইন ক্লিয়ার দেওয়ার কারণে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ৮টি চাকা লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বরত এএসএমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তের জন্য চার সদস্যের বিভাগীয় কমিটি গঠন করেছে রেলওয়ে। কমিটি তিন কার্যদিবসের মধ্যেই প্রতিবেদন দাখিল করতেও নির্দেশনা দিয়েছেন বলে জানান পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) সরদার শাহাদাত আলী। তবে কেউ দায়িত্বে অবহেলা এবং অনিয়ম করে থাকলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জানা যায়, গতকাল সকাল ৮টার দিকে চট্টগ্রামের পাহাড়তলী স্টেশনের কাছাকাছি চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ৮টি চাকা লাইনচ্যুত হয়। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এটি চট্টগ্রাম স্টেশন হয়ে চাঁদপুরের উদ্দেশে যাচ্ছিল বলে জানান চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার। তিনি বলেন, এই ঘটনার পরই দায়িত্বপ্রাপ্ত এএসএম রাকিবুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলসহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাহাড়তলীতে সহকারী স্টেশন মাস্টার (এএসএম) রাকিবুল ইসলাম যোগদান করেন কয়েকদিন আগেই। অনভিজ্ঞ এই এএসএম দায়িত্ব নেওয়ার পরেই দুর্ঘটনা ঘটে। এর আগে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগে ২১ জন স্টেশন মাস্টার বদলি নিয়ে তোলপাড় শুরু হয়।

এই বদলির আদেশে উক্ত এএসএম রাকিবুল ইসলামও রয়েছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর