রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মহামারীর কবলে পড়া শিশুদের সুরক্ষায় সমন্বিত প্রয়াস জরুরি

কালের কণ্ঠ-চাইল্ড রাইটস গোলটেবিল

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মহামারীর কবলে পড়ে শিশুদের বহুমুখী বিপর্যয়ের শিকার হতে হচ্ছে। পরিস্থিতি উত্তরণে সমন্বিত কাজ করা জরুরি। গতকাল কালের কণ্ঠ ও চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘করোনা পরিস্থিতিতে শিশু অধিকার ও সুরক্ষা’ শীর্ষক ডিজিটাল গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা এমন মতামত তুলে ধরেন। ভার্চুয়াল এ গোলটেবিল বৈঠকে দৈনিক কালের কণ্ঠ সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, করোনাকালে শহরের শিশুরা অনলাইনে ক্লাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও গ্রামের শিশুরা বেশ কিছু ক্ষেত্রে বঞ্চিত। শিশু সুরক্ষায় স্বাস্থ্য, খাদ্য ও পরিচর্যার বিষয় আছে। এসব দিকেই আমাদের খেয়াল রাখতে হবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশানা আক্তার বলেন, বাংলাদেশ শিশু একাডেমি সাংস্কৃতিক কিছু কর্মসূচি ও একটি প্রকল্প বাস্তবায়ন করছে। শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী বলেন, দেশে জনসংখ্যার প্রায় অর্ধেক শিশু। এজন্য আমাদের শিশুদের নিয়ে ভাবতে হবে ও কাজ করতে হবে। শিশু ও সমন্বয় উইং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মহিবুজ্জামান বলেন, শিশুর প্রতি কী দায়িত্ব ও তাদের প্রতি ভালোবাসার জায়গাটা যদি রাখতে পারি এবং সোচ্চার হতে পারি তাহলে এসব সমস্যা কাটিয়ে উঠতে পারব। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও সালিশ কন্দ্রের প্রকল্প সমন্বয়ক নুয়ারা শফিক দিশা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর