বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

উত্তেজনা চরমে খুলনা জাপায়

দলীয় কার্যালয়ে কর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহানগরে দল গোছাতে নেমে আবারও বড় ধরনের বিপাকে পড়েছে জাতীয় পার্টি। তৃণমূলের কমিটি গঠনে অনৈতিক প্রভাব বিস্তারের প্রতিবাদে ক্ষুব্ধ নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে সভাপতির চেয়ার ও প্যানা পোষ্টার অপসারণ করেছেন। এছাড়া মহানগর সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল আলম লিখিত পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন। তৃণমূলের মতামত উপেক্ষা করে গঠিত বিভিন্ন থানা কমিটির প্রতিও অনাস্থা জানানো হয়েছে। জানা যায়, ২০১৮ সালে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে মতবিরোধে ভাঙন ধরে খুলনা জাপায়। মহানগর কমিটির অধিকাংশ সিনিয়র নেতা ওই সময় পদত্যাগ করেন। এ অবস্থা থেকে দলকে গতিশীল করার মিশনে ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, গত দুই সপ্তাহে মহানগর আহ্বায়ক কমিটি বাসাবাড়ি বা হোটেলে বসে চিরকুট বা কাগজে নাম লিখে কয়েকটি থানা কমিটি ঘোষণা করেন। কিন্তু এই কমিটি নিয়ে নেতা-কর্মীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা জানান, খুলনায় জাপায় একক ক্ষমতা ধরে রাখতে দলের মধ্যেই ষড়যন্ত্র চলছে।

 তারাই দলকে নিষ্ক্রিয় করে রাখতে সুবিধাবাদী বিতর্কিত নেতা ও থানা কমিটির নামে পকেট কমিটি তৈরির চেষ্টা করছেন। মহানগর সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল আলম বলেন, ‘মহানগর সদস্য সচিবের দায়িত্ব ছিল সবার সঙ্গে আলোচনা করে থানা কমিটি দেওয়ার জন্য। কিন্তু তিনি তা করেননি। সোনাডাঙ্গা থানা কমিটির ১৮ জন সদস্য কমিটি গঠনের বিষয়ে জানেন না দাবি করে চিঠি দিয়েছেন।  কোনো অন্যায়ের কাছে মাথানত করে কমিটি দেওয়া হবে না।’ সদর থানা জাপার সাবেক সদস্য সচিব মাসুম হায়দার জানান, ‘সাধারণ কর্মীদের মতামত উপেক্ষা করে চাপিয়ে দেওয়া নেতৃত্বের কারণে তৃণমূলে জাপা সংগঠিত হতে পারছে না।’ মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক এসএম মাসুদুর রহমান জানান, ‘কোনো ধরনের মিটিং না করে নিজেদের পছন্দের লোক দিয়ে চিরকুট কমিটি করা হয়েছে। যারা এসব কমিটিতে আছেন, তারাও ক্ষোভের কারণে অনাস্থা জানাচ্ছেন।’

সর্বশেষ খবর