বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

পে-কমিশন গঠনের দাবি সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মচারীদের জীবনমানের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ ইনক্রিমেন্ট প্রদান করে দ্রুত নবম পে-স্কেল ঘোষণার জন্য পে-কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। সমিতির সভাপতি মো. ইব্রাহিম খলিল ও মহাসচিব ওবায়দুল

স্বাক্ষরিত গতকাল এক বিজ্ঞপ্তিতে সরকারের প্রতি টাইমস্কেল ও সিকেলশন গ্রেড পুনর্বহাল, সচিবালয়ের মতো সচিবালয়ের বাইরে কর্মকর্তাদের পদ ও গ্রেড পরিবর্তন, আউটসোর্সিং নিয়োগ প্রথা বিলোপকরণ, উন্নয়ন প্রকল্পে সাকুল্য বেতনভোগীদের রাজস্ব খাতে স্থানান্তরের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা। তারা বলেন, আয়-ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে ৩ থেকে ৮টি স্পেশাল ইনক্রিমেন্ট অথবা ৪০ শতাংশ মহার্ঘ ভাতা (সর্বনিম্ন ৫ হাজার টাকা) দিতে হবে।

এছাড়া বর্তমান ২০ গ্রেডের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের প্রণয়ন করা ১৯৭৩ সালের আলোকে বেতন বৈষম্য দূরকল্পে ১০টি গ্রেড বাস্তবায়ন করতে হবে। ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের শতভাগ ও স্বল্পমূলে রেশন দিতে হবে। বিনা সুদে ৫০ লাখ টাকা গৃহনির্মাণ ঋণ দিতে হবে।

সর্বশেষ খবর