শিরোনাম
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বেগম রোকেয়ার ভাস্কর্য উদ্বোধনে রসিকের কেউই এলেন না

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বেগম রোকেয়া দিবসে রংপুর নগরের শালবন এলাকায় বেগম রোকেয়া সরকারি কলেজের কাছে বেগম রোকেয়ার ভাস্কর্য ‘আলোকবর্তিকা’ গতকাল দুপুরে উদ্বোধন করা হয়। রংপুর সিটি করপোরেশনের অর্থায়নে নির্মিত হলেও সিটি মেয়রসহ করপোরেশনের কোনো কর্মকর্তাই ভাস্কর্যটি উদ্বোধন করতে রাজি না হওয়ায় এর নির্মাতা ভাস্কর অনীক রেজা নিজেই ফলক উন্মোচন করেন। এ সময় রোকেয়া কলেজের বেশ কয়েকজন শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ বিশিষ্ট নাগরিক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

উন্মোচিত পাথর-কংক্রিটের ভাস্কর্যের নামকরণ আলোকবর্তিকা। রংপুর সিটি করপোরেশনের (রসিক) ১৫ লাখ টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছে। এর উচ্চতা মাটি থেকে ২০ ফিট। প্রয়াত সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর আমলে বেগম রোকেয়ার ভাস্কর্য নির্মাণকাজের উদ্বোধন হয়েছিল। এরপর নির্মাণকাজ হঠাৎ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ধীরগতিতে শুরু হয় এর নির্মাণকাজ।

উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ভাস্কর অনীক রেজা, কবি ফারজানা হক বীথি, বেগম রোকেয়া কলেজের শিক্ষক মাহমুদুল আনাম সুমন, ড. এ আই মুসা, অণিমা বর্ম্মা, আজাহারুল ইসলাম দুলাল, জাহিদুল ইসলাম, সাংবাদিক লিয়াকত আলী বাদল প্রমুখ।

আলোচকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, রসিকের অর্থায়নে ভাস্কর্যটি নির্মিত হলেও প্রশাসনের কিংবা সিটি করপোরেশনের মেয়রসহ করপোরেশনের কোনো কর্মকর্তার না আসা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার মধ্য দিয়ে অনেকের স্বরূপ উন্মোচিত হলো। যারা জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে, এর বিরোধিতা করেছে সেই মৌলবাদী গোষ্ঠীর বিরাগভাজন হওয়ার ভয়ে তারা আসেননি। তবে ভাস্কর্যটি বেগম রোকেয়ার স্মৃতিকে আরও অম্লান রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

এদিকে রোকেয়া দিবস উপলক্ষে পায়রাবন্দে তিন দিনব্যাপী মেলা না হলেও জেলা প্রশাসক অসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বেগম রোকেয়ার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ খবর