বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বিভিন্ন জাতিগোষ্ঠীর সমস্যা নির্ণয়ে সঠিক তথ্য জরুরি

কালের কণ্ঠ ও হেক্স ইপারের ওয়েবিনার

নিজস্ব প্রতিবেদক

কোনো জাতিগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান ও তথ্য যদি না থাকে তাহলে অনেক পরিকল্পনা ও উন্নয়নমূলক কাজ থেকে তারা বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। সরকারি হিসাবে দেশে বর্তমানে ৫০টি জাতিসত্তার মানুষ রয়েছে। কিন্তু ২০১১ সালের জনশুমারিতে ২৭টি জনগোষ্ঠীর তথ্য সন্নিবেশিত ছিল। অর্থাৎ ২৩টি জাতিগোষ্ঠীর কোনো তথ্যই উঠে আসেনি। আর যাদের তথ্য উঠে এসেছে তাদের ক্ষেত্রেও প্রকৃত চিত্র পাওয়া যায়নি। তাই ২০২১ সালে যে জনশুমারি অনুষ্ঠিত হবে সেখানে যাতে প্রকৃত তথ্য উঠে আসে তার জন্য সঠিক লোকজনকে দায়িত্ব দিতে হবে। জাতীয় পরিসংখ্যানে কোনো জাতিগোষ্ঠীর কোনো তথ্য যাতে বাদ না পড়ে সেদিকে সতর্ক থাকতে হবে। ‘সমতলের ক্ষুদ্র জাতিসত্তা ও দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা : জনসংখ্যা  ও আবাসন জনশুমারি-২০২১’ শীর্ষক ওয়েবিনারে এই তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ বক্তারা। কালের কণ্ঠ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেক্স/ইপার যৌথভাবে গতকাল এই ওয়েবিনার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। স্বাগত বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠ সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবং হেক্স/ইপারের কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ। প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেসি অ্যান্ড রাইট বেইজড্ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার সাইবুন নেছা।

আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ বোরহান কবীর, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, কাউন্টার পার্ট ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি শহীদ হোসাইন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, গ্রাম বিকাশ কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার সারা মারান্দি, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক পান্নালাল বাশফোর, বাংলাদেশ রবিদাস ফোরামের মহাসচিব শিপন রবিদাস ও যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান।

সর্বশেষ খবর