বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

শ্রমিক দলকে মানববন্ধন করতে দেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক

পুলিশি বাধায় গতকাল মানববন্ধন করতে পারেনি জাতীয়তাবাদী শ্রমিক দল। রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছিল সংগঠনটি। কিন্তু পুলিশি বাধায় মানববন্ধন করতে না পেরে বেলা ১১টায় পদযাত্রা করে তারা।  শ্রমিক দলের নেতা-কর্মীদের নিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স পদযাত্রা করে রাজধানীর বিজয়নগরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন। তিনি বলেন, সরকার সম্পূর্ণ অন্যায় ও অমানবিকভাবে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো বন্ধ করছে।

তাদের এই হঠকারী সিদ্ধান্তের কারণে লাখ লাখ চিনিকল শ্রমিক পরিবার-পরিজন নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, অনুমতি ছাড়া কোনো মানববন্ধন কিংবা সমাবেশ করার সুযোগ নেই। শ্রমিক দল মানববন্ধন করার কোনো অনুমতি দেখাতে পারেনি।

এমরান সালেহ প্রিন্স বলেন, আমরা দেশের অসহায় চিনিকল শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে সমর্থন জানাতে মানববন্ধন করতে চেয়েছি। পুলিশ আমাদের তা করতে দেয়নি। বন্ধ চিনিকলগুলোকে অবিলম্বে খুলে দিয়ে আখ মাড়াই শুরু করার দাবি জানান তিনি।

সর্বশেষ খবর