শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

রাজশাহীতে শহীদ মিনার নিয়ে মাঠে লিটন-বাদশা

বিপরীত অবস্থানে জেলা পরিষদ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে শহীদ মিনার নির্মাণ নিয়ে মাঠে নেমেছেন ক্ষমতাসীন দলের নেতারা। তবে জায়গা নির্ধারণ ইস্যুতে বিভক্ত তারা। একদিকে মেয়র ও এমপি। অন্যদিকে জেলা পরিষদের চেয়ারম্যান। তিন নেতার দ্বিমুখী অবস্থানে বিব্রত কর্মীরা। স্থানীয়রা জানান, কেন্দ্রীয় শহীদ মিনারের দাবিতে কয়েক দিন থেকেই মাঠের আন্দোলনে ছাত্ররা। এবার মাঠে নামলেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও এমপি ফজলে হোসেন বাদশা। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় শহীদ মিনারের দাবি উঠলেও, জায়গা না পাওয়ায় তাতে সায় মিলছিল না। অবশেষে জেলা পরিষদের জায়গায় এটি নির্মাণ করতে চান মেয়র ও এমপি। এমপি ফজলে হোসেন বাদশা জানান, রাজশাহীতে কোনো কেন্দ্রীয় শহীদ মিনার নেই। যেগুলো আছে, সেগুলোর ইতিহাস ভিন্ন। এ কারণে একটি কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবিতে তারা মাঠে নেমেছেন। মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, অনেক দিন থেকেই তারা শহীদ মিনার নির্মাণের দাবি তুলেছেন। কিন্তু সুযোগ হচ্ছিল না সেটি নির্মাণের। এবার জায়গা পাওয়া গেছে। তারা সেখানেই         কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণ করতে চান।  মেয়র ও এমপি যে জায়গাটি পছন্দ করেছেন, সেখানে বহুতল বাণিজ্যিক ভবন করতে চায় জেলা পরিষদ। জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, চার দফা পরিষদের সভা করে সেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এখন মন্ত্রণালয় ছাড়া জেলা পরিষদের জায়গায় স্থাপনা নির্মাণের অনুমতি তিনি দিতে পারেন না। তিনি বলেন, ‘আমাদের তিনজনের মন্ত্রণালয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা কেউ আমাকে ডাকেনি। আমাদের যাওয়াও হয়নি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর