শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন ১৫ থেকে ২৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরীর সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ১৫ ডিসেম্বর থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদনপত্র বিতরণ শুরু হবে। ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। স্কুলগুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে লটারি অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে লটারি পরিচালনা করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) মো. বেলাল হোসাইন গতকাল                এসব তথ্য জানান। তিনি আরও জানান, ভর্তির যে প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল সেটিই অনুমোদন করা হয়েছে। আজ শুক্রবারের মধ্যে মাউশির ওয়েবসাইটে ভর্তি নির্দেশনা আপলোড করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে বিদ্যালয়গুলো শিক্ষার্থী ভর্তি করতে পারবে। জানা গেছে, ভর্তিতে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটক  মোবাইলের মাধ্যমে ঢাকা মহানগরীর সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন অনলাইনে করতে হবে।

তথ্যমতে, ঢাকা মহানগরীতে ৩৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত আসন আছে সাড়ে ১১ হাজারের মতো। এবারও বিদ্যালয়গুলোতে তিনটি গুচ্ছ বা ভাগ (এ, বি এবং সি) করে ভর্তি করা হবে। এবার একজন শিক্ষার্থী একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। এখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে। এতদিন একজন ভর্তিচ্ছুক শিক্ষার্থী একটি গুচ্ছের একটি বিদ্যালয়কে  বেছে নিতে পারত।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর