শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননায় কবিদের প্রতিবাদ

সাংস্কৃতিক প্রতিবেদক

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের উপযুক্ত শাস্তির পাশাপাশি ভাস্কর্যশিল্প অর্থাৎ সাংস্কৃতিক স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থানকারী মৌলবাদী চক্রের আস্ফালন বন্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি মৌলবাদের উৎসমূল উৎপাটনের আহ্বান জানিয়েছে দেশের কবি সমাজ। গতকাল গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান তারা। বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কিছু দিন ধরে সাম্প্রদায়িক মৌলবাদী ও উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী ভাস্কর্যশিল্পের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদান করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। শুধু তাই নয়, তারা কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। বিবৃতিদাতা কবিরা হলেন- আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, রুবী রহমান, সানাউল হক, মাকিদ হায়দার, হাবীবুল্লাহ সিরাজী, অসীম সাহা, মোহাম্মদ রফিক, জাহিদুল হক, মুহম্মদ নূরুল হুদা, কাজী রোজী, আলতাফ হোসেন, শিহাব সরকার, আবিদ আনোয়ার, ফারুক মাহমুদ, কামাল চৌধুরী, নাসির আহমেদ, বিমল গুহ, মাহমুদ কামাল, ফরিদ আহমেদ দুলাল, মাসুদুজ্জামান, মিনার মনসুর, আসলাম সানী ও আবু হাসান শাহরিয়ার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর