শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নকশার বাইরের ৯১১ দোকান ডিএসসিসিই বরাদ্দ দিয়েছিল

উচ্ছেদ হওয়া মালিকরা বলছেন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান শুরুর সময় মালামাল সরিয়ে নিয়ে রাস্তায় নেমে আসেন ব্যবসায়ীরা। এরপর রাস্তায় বসেই তারা পণ্য বিক্রির চেষ্টা করেন। এক পর্যায়ে সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। অভিযানে মার্কেট লাগোয়া বর্ধিত অংশসহ পার্কিংয়ের জায়গায় গড়ে ওঠা দোকানগুলো ভেঙে ফেলা হয়। দোকান মালিকদের অভিযোগ, নকশার বাইরে তোলা ৯১১টি দোকানই অস্থায়ীভাবে বরাদ্দ দেয় সিটি করপোরেশন। ২০১২ সালের মার্চ থেকে ২০২০-এর মার্চ পর্যন্ত ভাড়া বাবদ দক্ষিণ সিটি প্রায় সাড়ে ৪ কোটি টাকা আদায় করেছে। জানা গেছে, গতকাল সকাল সকালই হকারদের হাঁকডাক আর ক্রেতাদের আনাগোনা শুরু হয় ফুলবাড়িয়া সুপার মার্কেটের সামনের সড়কে। তবে এরা কেউ হকার নয়। নকশাবহির্ভূত দোকান কিনে প্রতারিত হয়ে হারিয়েছেন রুটি রুজি, হারিয়েছেন আশ্রয়ও। তাই দোকান না থাকায় মালামাল নিয়ে খোলা আকাশের নিচে বসেন ফুলবাড়িয়া  সুপার মার্কেটের শত শত ব্যবসায়ী।ভুক্তভোগী ব্যবসায়ীরা বলছেন, আমরা যদি এখন এই মালগুলো না বিক্রি করতে পারি তাহলে আমাদের না খেয়ে মরতে হবে।  এক দোকান মালিক বলেন, আমাদের থেকে কয়েক ধাপে বিভিন্ন ক্ষমতাসীন লোকজন টাকা নিয়েছেন। তবে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা বলেন, স্থায়ী দোকান মালিকদের সুবিধার্থে এই অভিযান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর