রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

যে ভাষায় ভাস্কর্যের বিরোধিতা হচ্ছে, সেটা ইসলামের ভাষা নয়

-মাওলানা মো. ইসমাইল হোসেন

নিজস্ব প্রতিবেদক

ভাস্কর্যের বিরোধিতা করে যে ভাষায় বক্তব্য আসছে, সেটা ইসলামের ভাষা নয় বলে মন্তব্য করেছে ইউনাইটেড ইসলামিক পার্টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ইস্যুতে বিরোধিতাকারী কওমি মাদরাসাকেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে এ মন্তব্য করা হয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভাস্কর্য নিয়ে অপব্যাখ্যার প্রতিবাদে’ মানববন্ধনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন বলেন, এ দেশে অনেক ভাস্কর্য আছে। স্বাধীনতার পর থেকে প্রত্যেকটি উপজেলায় ও জেলায় ভাস্কর্য তৈরি হয়েছে। সেগুলো নিয়ে তো কোনো হুংকার শুনলাম না? ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ, সেখানেও অনেক ভাস্কর্য আছে। পাকিস্তানেও আছে, ইরানেও আছে। যারা হুংকার দিয়ে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছেন, তাদের মনে রাখতে হবে, হুংকার দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর