মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

১৩ ইসলামী দলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ধর্মীয় অনুভূতিতে আঘাত ঘটলে রাষ্ট্রীয়ভাবে নিন্দা এবং জনগণের দাবির বিষয়গুলো অভিযুক্ত রাষ্ট্রে পৌঁছে দেওয়া এবং পুনরাবৃত্তি ঠেকাতে বিশ্বের সব দেশকে চারটি নীতি গ্রহণ করার দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি ইসলামী দল। নীতিগুলো হচ্ছে- দীন ইসলাম পালন করার পূর্ণ স্বাধীনতা থাকতে হবে। ধর্মীয় অনুভূতিকে সম্মান করতে হবে। অনুভূতিতে আঘাত করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে জারি করতে হবে। জঘন্য অপরাধকে আইন করে বন্ধ করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান, হাফেজ মাওলানা মুহম্মদ আবদুস সাত্তার প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী, যুদ্ধাপরাধী রাজাকারদের কথা সরকারের তরফ থেকে প্রকাশ না করায় আমাদের নতুন প্রজন্ম জানেই না কারা রাজাকার। ফ্রান্সের ঘটনা ভুলে গেলে চলবে না। সতর্ক প্রহরায় থাকতে হবে। যাতে এর পুনরাবৃত্তি না ঘটে। অপরদিকে রাজাকারদেরও অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ চেয়ারম্যান আলহাজ হাফেজ মাওলানা মুহম্মদ আবদুস সাত্তার। মিছিল শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া মোনাজাত করেন আলহাজ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর