শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
ব্যাংকের ইকুইটি এক্সপোজার কোম্পানি

এক বছরের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্তির নিয়ম

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি খাতের অবকাঠামো প্রকল্প ও সংশ্লিষ্ট কোম্পানিতে ব্যাংক বিনিয়োগ বা ইকুইটি এক্সপোজার গ্রহণ করলে এক বছরের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্তির নিয়ম রয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদিত বিকল্প বিনিয়োগ তহবিলের মাধ্যমে ব্যাংকের বিনিয়োগ সুযোগ রয়েছে। বিশেষ করে সরকারি, বেসরকারি খাতের বিদ্যুৎ, জ্বালানি, পর্যটন ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা রয়েছে। বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ৩০ জুলাই এই নীতিমালা জারি করে।

বাংলাদেশ ব্যাংকের জারিকৃত নীতিমালায় বলা হয়েছে, সরাসরি তালিকাভুক্তি পদ্ধতিতে সংশ্লিষ্ট কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে। তবে শেয়ারপ্রতি মূল্য নির্ধারণে ব্যাংকের বিনিয়োগ শেয়ারের গড় মূল্যের কম ধার্য করা যাবে না। বিনিয়োগের এক বছরের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য ব্যাংক, সংশ্লিষ্ট কোম্পানি ও সকল পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে হবে। প্রকল্পের পরিশোধিত মূলধনের ৫ শতাংশের বেশি প্রথম বছর তালিকাভুক্ত করা যাবে না। এ ছাড়া নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো প্রকল্প বা প্রকল্প-সংশ্লিষ্ট কোম্পানির বিপরীতে আউট স্ট্যান্ডিং কনভার্টেবল বন্ড থাকলে এবং সংশ্লিষ্ট বন্ডের ইনডেচার ভিন্ন কিছু না থাকলে তালিকাভুক্তির মূলে কনভারশন করা যাবে। প্রকল্প বা প্রকল্প-সংশ্লিষ্ট কোম্পানি অবশিষ্ট বন্ডের মেয়াদপূর্তির পূর্বেই নিজস্ব প্রয়োজনে ব্যবহার করতে পারবে। প্রকল্প বা প্রকল্প-সংশ্লিষ্ট কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তির পর বিনিয়োগকারী ব্যাংকসমূহের বিনিয়োগের নিরাপত্তার জন্য আগের গঠিত কোনো বিশেষ তহবিল ব্যাংকে থাকা দায় পরিশোধের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর