শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি

-মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিশ্বের যে কয়টা দেশ যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে তার মধ্যে বাংলাদেশ ব্যতিক্রম। মাত্র ৯ মাস সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছি। আমরা পাকিস্তান থেকে পরিত্রাণ পেলেও ভারত থেকে পরিত্রাণ পাইনি। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। এখনো পাকিস্তানের  প্রেতাত্মা রয়ে গেছে। তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধে ইতিহাস সৃষ্টি করে নায়ক হয়েছেন। তিনি যুদ্ধের গল্প তৈরি করেছেন। বৃহস্পতিবার রাতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এ সভার আয়োজন করে। জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন  করেন সংগঠনটির বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ব্যারিস্টার মীর হেলালের পরিচালনায় সভায় আরও বক্তৃতা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ডা. হারুন আল রশিদ, ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, প্রকৌশলী মাহবুব আলম, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, ডা. শেখ মো. ফরহাদ, কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর