সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

উৎসবের আড়ালে আতঙ্ক

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

উৎসবের আড়ালে আতঙ্ক

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ভোট উৎসবের আড়ালে দেখা দিয়েছে আতঙ্ক। ভোট ঘিরে এরই মধ্যে প্রার্থীরা অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করলেও উৎসব আমেজে হানা দিচ্ছে করোনা প্রাদুর্ভাব পরিস্থিতি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও ঘোষণা দিয়েছেন- নির্বাচনী প্রচার-প্রচারণায় স্বাস্থ্যবিধি নিয়ে আপসহীন থাকছেন তারা। কেউ স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে কড়া পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘বৈশ্বিক মহামারীর কারণে প্রচার-প্রচারণায় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে প্রার্থীদের। আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হওয়ার আগে প্রার্থীদের একটা গাইডলাইন দেওয়া হবে। প্রত্যেক প্রার্থীকে গাইডলাইন অনুযায়ী নির্বাচনী কার্যক্রম চালাতে হবে। কোনো প্রার্থীর বিরুদ্ধে স্বাস্থ্যবিধি ভঙ্গের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, ‘তারিখ ঘোষণা হলে স্বাস্থ্যবিধি মেনে প্রচার-প্রচারণা শুরু করব।’

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের কারণে প্রচারণার ধরনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। গতানুগতিক মিছিল ও গণজমায়েত সহকারে প্রচারণার পরিবর্তে ‘ডোর টু ডোর’ প্রচারণা চালানো হবে।’

জানা যায়, স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পুনরায় ঘোষণা দেওয়ার পর থেকে ভোট রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা। প্রচার-প্রচারণার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা না হলেও অনানুষ্ঠানিক প্রচারণার অংশ হিসেবে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়, করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ এবং সামাজিক নানান অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

এরই মধ্যে চসিক নির্বাচনের আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম এবং দুই শতাধিক কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে চসিক নির্বাচনের একাধিক মেয়র ও কাউন্সিলর প্রার্থী বলেন, ‘প্রচার-প্রচারণা চলাকালে স্বাস্থ্যবিধি মেনে চলে ক্যাম্পিং করা অনেক কঠিন হয়ে যাবে। চাইলেও স্বাস্থ্যবিধি মেনে প্রচারণা চালানো সম্ভব     নয়। নির্বাচনী প্রচারণার সময় প্রার্থীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা    থাকবে অনেকাংশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর