সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ঢাকায় আরও তিন ইউটার্ন চালু

গুরুত্বপূর্ণ সড়কে কমবে যানজট

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় আরও তিন ইউটার্ন চালু

যানজট নিরসনে গতকাল রাজধানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিনটি ইউটার্ন খুলে দেওয়া হয় -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীতে যানবাহন চলাচলে সুষ্ঠু ব্যবস্থাপনায় আরও তিনটি ইউটার্ন খুলে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ (ডিএনসিসি)। গতকাল তেজগাঁওয়ের বিজি প্রেসের সামনে, নাবিস্কো-কোহিনূর কেমিক্যাল মোড় এবং বনানী চেয়ারম্যান বাড়ি ইউটার্ন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ডিএনসিসি সূত্রে জানা যায়, ডিএনসিসির আওতায় তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ১১টি ইউটার্ন নির্মাণ প্রকল্পের আওতায় এসব ইউটার্ন নির্মাণ করা হয়েছে। ১১টি ইউটার্নের মধ্যে এখন পর্যন্ত ছয়টি চালু করা হয়েছে। এর আগে কাওলা, উত্তরা র‌্যাব-১ কার্যালয়ের সামনে এবং উত্তরা জসীমউদ্দীন মোড়ের ইউটার্ন খুলে দেওয়া হয়। মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে, মহাখালী ফ্লাইওভারের নিচে, বনানী-কাকলী রেলস্টেশন এবং বনানী ফ্লাইওভারের নিচের ইউটার্ন নির্মাণের কাজ চলছে। প্রকল্পের শুরুতে ১১টি ইউটার্ন নির্মাণের পরিকল্পনা থাকলেও আর্মি গলফ ক্লাবের সামনের ইউটার্ন বাদ দেওয়া হয়। শুরুতে প্রকল্পের ব্যয় ছিল ২৪ কোটি ৮৩ লাখ টাকা। পরে সংশোধনে তা বেড়ে ৩১ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকায় দাঁড়িয়েছে। নতুন তিনটি ইউটার্ন চালু করায় ঢাকার গুরুত্বপূর্ণ এ সড়কে যানজট কমে যাবে বলে আশা করছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘সবাই মিলে এই শহরকে সুন্দর করতে হবে। ইউটার্নগুলো চালু হলে নগরীর ভোগান্তি কিছুটা হলেও কমবে।’ রাজধানীর যানজট কমাতে ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক ইউটার্ন তৈরির উদ্যোগ নেন। এর অংশ হিসেবে ২০১৭ সালের ২৯ অক্টোবর এসএম কনস্ট্রাকশনস নামের একটি ঠিকাদার কোম্পানিকে কার্যাদেশ দেয় সিটি করপোরেশন। কিন্তু জমি অধিগ্রহণসহ কয়েকটি জটিলতায় নির্মাণ কাজ বিলম্বিত হয়।

সর্বশেষ খবর