সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মোখলেসুর রহমান ও তাঁর স্ত্রীর সম্পদ অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

পুলিশের অতিরিক্ত ডিআইজি মোখলেসুর রহমান ও তাঁর স্ত্রী শরিফা বেগম মণির সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল এ দম্পতির সম্পদ খতিয়ে দেখতে সংস্থার উপ-পরিচালক আবু বকর সিদ্দিককে নিয়োগ দেওয়া হয়। দুদক সূত্রে জানা গেছে, এর আগে মোখলেসের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ এলে কমিশন দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজকে অভিযোগ খতিয়ে  দেখে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। পরে তিনি কমিশনে প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনে এই দম্পতির অবৈধ সম্পদের বিষয়টি ওঠে এসেছে।

পরে প্রতিবেদন যাচাই করে কমিশন এ দম্পতির স্থাবর-অস্থাবর সম্পদ অনুসন্ধানের জন্য উপ-পরিচালক আবু বকর সিদ্দিককে নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ খবর