সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

তরুণ প্রজন্মই উন্মোচন করবে সম্ভাবনার নবদিগন্ত : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

তরুণ প্রজন্মই উন্মোচন করবে সম্ভাবনার নবদিগন্ত : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, এ দেশ আমাদের সবার, তাই ঐক্যবদ্ধ হয়ে এ দেশকে গড়ে তুলতে হবে। ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত সমতাভিত্তিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে যুক্ত করতে হবে। তিনি বলেন, জনসংখ্যার সিংহভাগ তরুণ। এই তরুণ প্রজন্মই উন্মোচন করবে সম্ভাবনার নবদিগন্ত।

বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উপলক্ষে গতকাল ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন ইউকে’ কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ এট ফিফটি : এ জার্নি টুওয়ার্ডস প্রসপারিটি’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম, কবি শামীম আজাদ, আসিফ মুনীর, প্রশান্ত ভূষণ বড়ুয়া, এনাম হক, আনোয়ার খান ও  মোহাম্মদ বজলুর রহমান। স্পিকার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। করোনা মহামারীর মাঝেও অর্জিত হয়েছে ৫ দশমিক ২ ভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা পূর্ববর্তী সময়ের চেয়ে কম হলেও পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আশাতীত।

সর্বশেষ খবর