মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

শেয়ারবাজারে উত্থান, এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে উত্থান, এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

কয়েক দিন দরপতনের পর উত্থান হয়েছে দেশের দুই শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব কটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ডিএসইতে। দিন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১৫ পয়েন্টে উঠে এসেছে। লেনদেন হয়েছে ১ হাজার ১৩৭ কোটি ৩৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৬০ কোটি ৩২ লাখ টাকা। এর আগে ১৫ নভেম্বরে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৩০ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১৪৬টি এবং ৮০টির দাম অপরিবর্তিত থাকে। ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৮৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৫৬ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৯ কোটি ৫৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স। এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- আইএফআইসি ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, বাংলাদেশ সাবমেরিন কেবলস ও জেএমআই সিরিঞ্জ। অপর শেয়ারবাজার সিইসির সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ১৪৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ২৮ কোটি ৬৩ লাখ টাকা।

লেনদেনে অংশ নেওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দাম বেড়েছে। কমেছে ৯৩টির এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর