মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ক্লাস অনুযায়ী বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে এবার বিকল্প পদ্ধতিতে বই বিতরণ করবে সরকার। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে এবার ক্লাস অনুযায়ী বই বিতরণ করা হবে। বেশি শিক্ষার্থী থাকা স্কুলগুলোতে বই বিতরণ করা হবে রোল অনুযায়ী। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গতকাল এসব কথা বলেন। তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে এবার স্কুল থেকেই বই বিতরণ করা হবে। মাঠ পর্যায়ে প্রাথমিক স্কুলে এ নির্দেশনা দেওয়া হয়েছে। স্কুলে একেক ক্লাসের বই একেক দিন বিতরণ করা হবে। কোন দিন কোন ক্লাসের বই দেওয়া হবে তা আগে থেকেই স্কুলের নোটিস বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। তবে যেসব স্কুলে শিক্ষার্থী সংখ্যা বেশি সেখানে সকাল ও বিকালে আলাদা করে বই দেওয়া হবে। এবার শিক্ষার্থীদের হাতে প্যাকেটজাত বই তুলে দেওয়া হবে।

তবে কবে থেকে বই বিতরণ শুরু হবে তা এখনো জানা যায়নি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর