বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

খাদ্য ঘাটতির আশঙ্কা নেই ৩০ লাখ টন চাল উদ্বৃত্ত

ব্রির গবেষণা তথ্য

খায়রুল ইসলাম, গাজীপুর

দেশে এ বছর অতিবৃষ্টি ও পাঁচ-ছয় দফা বন্যায় ৩৫টি জেলার আমন ধান ক্ষতিগ্রস্ত হলেও খাদ্য ঘাটতির আপাতত কোনো আশঙ্কা নেই। বরং আগামী জুন পর্যন্ত দেশের অভ্যন্তরীণ খাদ্য চাহিদা পূরণ করেও কমপক্ষে ৩০ লাখ টন চাল উদ্বৃত্ত থাকবে। সারা বছরের উৎপাদন ও চাহিদা বিবেচনা করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এক মাস ধরে দেশের ১৪টি কৃষি অঞ্চলে জরিপ করে নানা তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে এ বিষয়ে সত্যতা পেয়েছে। ফলে সারা দেশে চালের উৎপাদন কম এবং খাদ্য ঘাটতি হওয়ার আশঙ্কার কথা যেভাবে ফলাও করে প্রচার করা হচ্ছে তা আদৌ ঠিক নয় দাবি করেছেন গবেষকরা। ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের নেতৃত্বে ব্রির কৃষি অর্থনীতি বিভাগের পাঁচজন বিজ্ঞানী সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ টিম এ গবেষণা কার্যক্রম পরিচালনা করে। ব্রির কৃষি অর্থনীতি বিভাগসূত্রে জানা গেছে, ওই গবেষণায় বাংলাদেশের ১৪টি কৃষি অঞ্চলের সর্বমোট ১ হাজার ৮০০ কৃষকের থেকে তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি ৫৬ জন উপজেলা কৃষি কর্মকর্তা ও ১১২ জন উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে ধানের আবাদ ও বন্যায় ক্ষয়ক্ষতি সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়। সরাসরি ও টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। এ কাজে এই প্রথম উৎপাদন নির্ণয়ের জন্য স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে আমন ধানের আবাদকৃত এলাকার তথ্য বের করা হয়েছে।

সর্বশেষ খবর