বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে

-পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, আগে থেকে আখচাষিদের চিনিকল বন্ধের কোনো সিদ্ধান্তের কথা না জানিয়ে চিনিকল বন্ধের ঘোষণা দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। আখচাষিরা সর্বস্ব দিয়ে আখ চাষ করেছে। এখন আখ বিক্রির মৌসুমে হঠাৎ ৬টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত চরম অমানবিক। এ ধরনের অপরিণামদর্শী সিদ্ধান্ত বাতিল করতে হবে। গতকাল এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, চিনিকলগুলোকে ন্যায্যমূল্যে আখ কিনে নিতে হবে।

 আর তার ব্যবস্থা সরকারকেই করতে হবে। চাষিদের সব দাবি অবিলম্বে মেনে নিতে হবে। রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধ করার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা বাতিল করতে হবে। গত ১ ডিসেম্বর শিল্প মন্ত্রণালয়ের এক পরিপত্রের মাধ্যমে লোকসানের অজুহাত দেখিয়ে ৬টি চিনিকল বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা আত্মঘাতী ও উন্নয়নের ধারা ব্যাহত করবে। সিস্টেম লস এবং দুর্নীতি বন্ধ করতে না পেরে চিনিকল বন্ধ করা কোনো সমাধান নয় বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ খবর